দেশের মানুষের সবচেয়ে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ

নিজস্ব প্রতিবেদক : ‘দলীয় সরকারের অধীনে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন হয়নি, আগামী দিনেও হবে না। তাই নির্বাচনের আগে সহায়ক সরকার গঠন করতে হবে। বাংলার মাটিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না। জনগণ তা মেনে নেবে না।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

‘নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন।

মাহবুব হোসেন বলেন, ‘দেশের মানুষের সবচেয়ে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ। এর ওপর যদি আঘাত আসে তাহলে তা প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে।’

প্রধান বিচারপতিকে নিয়ে জনসমক্ষে আওয়ামী লীগ নেতাদের ‘অশালীন’ বক্তব্য বন্ধের আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘আপনারা আগুন নিয়ে খেলা করছেন। অবিলম্বে এই খেলা বন্ধ করুন। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিনি আরো বলেন, ‘সাতজন বিচারক একত্র হয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। এ রায়ের পর থেকেই তাদের (আওয়ামী লীগ) গাত্রদাহ শুরু হয়েছে। কেননা, এ রায়ের পর্যবেক্ষণে তাদের সব দুর্নীতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংবিধান বরখেলাপ করে সংসদ গঠন করা হয়েছে। যার কারণেই তাদের গাত্রদহ শুরু হয়েছে। রাজপথে নেমেছে এবং বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে আশালীন মন্তব্য করছে। আওয়ামী লীগের নেতারা প্রতিদিন যেসব বক্তব্য দিচ্ছেন, তার শতভাগের একভাগও যদি বিএনপির কোনো নেতা-কর্মী দিতেন তাহলে তাদের নামে শত শত মামলা হতো।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান। সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচি হাবিব উন নবী খান সোহেল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।