নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও খুলনাসহ দেশের সব পেশাদার সাংবাদিক ও তাদের জানমালের নিরাপত্তা দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ নামের একটি সংগঠন।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে আয়োজিত মানিক সাহা হত্যার বিচার দাবিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
এ সময় তারা বলেন, সাংবাদিক মানিক সাহা হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রাক্তন মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চ্যানেল-২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক নিখিল ভদ্র, আশীষ কুমার দে, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।