দেশের সরকারি কলেজগুলো উচ্চ শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের সরকারি কলেজগুলো উচ্চ শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কলেজগুলো উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে কলেজগুলোতে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে।’

রোববার আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এবং মাউশির পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. শফিকুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজগুলোতে শিক্ষার উন্নত পরিবেশ তৈরিতে অধ্যক্ষগণকে টিম লিডার হিসেবে কাজ করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারি কলেজগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিক্ষকতা শুধু পেশা নয়, এটা পেশার চেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে, অনুকরণ করে। শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকের ভূমিকাই মুখ্য। চারপাশের জগৎ সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। শিক্ষকদের পাঠদানের দক্ষতা বাড়াতে হবে। উচ্চশিক্ষা মানে জ্ঞানচর্চা, গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল সরকারি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কলেজগুলোতে ছাত্রী হোস্টেল নির্মাণের জন্যও প্রকল্প নেওয়া হয়েছে। কলেজের উন্নয়ন ও অন্যান্য বিষয়ে প্রতি মাসে একটি প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণের জন্যও অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।’