দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে অনুমোদন পেয়েছে ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বিভাগে উন্নীত হওয়ার পর এবার দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে অনুমোদন পেয়েছে ময়মনসিংহ।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ শিক্ষা বোর্ডের অনুমোদন দেন। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলা এ বোর্ডের অধীনে থাকবে।

তিনি আরো জানান, যেহেতু শিক্ষা বোর্ডের স্থায়ী ভবন নেই, তাই অস্থায়ী ভবনে তিন মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। শিক্ষা বোর্ডের জন্য জনবল নিয়োগ করতে হবে। আপাতত ঢাকা শিক্ষা বোর্ড থেকে জনবল নিয়ে কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ বিভাগের চারটি জেলা নিয়ে চলতি বছর থেকে শিক্ষা বোর্ডের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন দেন।

বিভাগের পর ময়মনসিংহে বোর্ড অনুমোদন হওয়ায় খুশি এ অঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।