
জাপান থেকে উপহারের টিকার চতুর্থ চালান হিসাবে দেশে এসেছে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা।
শনিবার (২১ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান এসে পৌঁছেছে।
কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে এসেছে এসব টিকা। এর আগে ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে।
গত ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
করোনাভাইরাস টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের চালান এটি।
শুক্রবার (২০ আগস্ট) ঢাকার উদ্দেশে চালানটি টোকিও বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
টোকিও বাংলাদেশ দূতাবাস শুক্রবার সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।