
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর কার্যক্রম শুরু হয়েছে।
কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেনজেটিভ নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মোমিনুল হক। চলতি মাসের ১৫ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেনজেটিভ মোহাম্মদ মোমিনুল হক এ তথ্য জানান।
মোমিনুল হক বলেন, ‘কানাডিয়ান হিউম্যান রাইটস বাংলাদেশের মানুষের মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য কাজ করবে। পাশাপাশি সমাজে ন্যায়বিচার, সম-অধিকার, শ্রেণিবৈষ্যম্য দূরীকরণসহ নির্যাতিত মানুষের অধিকার রক্ষায়ও কাজ করবে। বাংলাদেশে শিগগিরই এ কার্যক্রম শরু হবে। কার্যক্রম শুরু হওয়ার দিন সংবাদ সম্মেলন করে দেশবাসীকে অবহিত করা হবে।’
তিনি বলেন, ‘কানাডিয়ান হিউম্যান রাইটস বাংলাদেশের সকল শ্রেণির নাগরিকদের জন্য কাজ করবে।’
বাংলাদেশে এ মিশন সফল করতে গণমাধ্যমের সহায়তা চেয়ে মোমিনুল হক বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম আমাকে সহায়তাসহ সবসময় আমার পাশে থাকবে।’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের মানবাধিবার চার্টার ও সংবিধানে প্রদত্ত অধিকার প্রতিষ্ঠায় কানাডিয়ান হিউম্যান রাইটস বাংলাদেশে কাজ করবে। বাংলাদেশের যেকোনো প্রান্তে যারা আক্রান্ত কিংবা নির্যাতিত হবেন তাদের অধিকার রক্ষার জন্য কাজ করা হবে। বাংলাদেশের নিরীহ, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চায় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।’