দেশে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে

সংসদ প্রতিবেদক : দেশে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাদকাসক্তের সংখ্যা নির্ণয়ের বিষয়ে এ পর্যন্ত কোনো জরিপকাজ সম্পন্ন হয়নি। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আলোচনা চলছে। তবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোয় চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামূলক বাড়ছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদকাসক্তের জন্য ১৮২টি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নারী মাদকসেবী/পাচারকারী/আসামিদের তল্লাশি ও আটকের কাজ সহজ করার লক্ষ্যে বিভিন্ন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীতে নারী সদস্যের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে।

সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের চোরাকারবারীদের আটক এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য, গরু ও অন্যান্য চোরাকারবারীর তালিকা বিজিবি ইউনিট কর্তৃক সংরক্ষণ এবং তা হালনাগাদ করা হয়।

বাংলাদেশে চোরাকারবারের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।