নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘মেশিন লার্নিং সম্মেলন’।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বাংলাদেশে কমিউনিটি গুগল ডেভলপার গ্রুপ (জিডিজি) এবং প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এর আয়োজন করেছে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে শুরু হয়েছে চার ঘণ্টাব্যাপী এই সামিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসিস সভাপতি মোস্তফা জব্বার। এ ছাড়া আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং এলআইসিটি প্রকল্পের কোম্পনেট লিডার সামি আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন দেশের মেশিন লার্নিং ডেভেলপার, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেশিন লার্নিংয়ের অগ্রগতি এবং ভবিষ্যত সম্ভাবনা তুলে ধরবেন তারা।
আয়োজক গুগল ডেভলপার গ্রুপের ম্যানেজার রাখশান্দা রুখাম বলেন, মেশিন লার্নিং ভবিষ্যতের প্রযুক্তি। আমরা চাই, বাংলাদেশের স্টার্টআপ, ডেভলপার প্রতিষ্ঠানগুলো যাতে আগেই থেকে প্রস্তুত থাকে এই প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহার করে ক্যারিয়ার গঠনে।
মেশিন লার্নিং বর্তমানে ডেভেলপার, ফ্রিল্যান্সার, স্টার্ট আপ এবং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলোর জন্য এক অবারিত সুযোগ। কিন্তু এর প্রসার এখনো বাংলাদেশে তেমনভাবে হয়নি। তাই এটি সম্পর্কে সকলকে বিস্তারিত জানানো গেলে তথ্যপ্রযুক্তি খাতে অনেক উন্নতি করা সম্ভব।