করোনা ভাইরাস

দেশে ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ টিকা প্রয়োগ

দেশে গতকাল বুধবার পর্যন্ত তিন কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ২২ লাখ ২১ হাজার ২৪৭ জন, আর নারী ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ৮৫ হাজার ১৫ জন, আর নারী ৫৯ লাখ ৮৯ হাজার ৩২৭ জন।