দেশ এখন সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র-প্রধান বিচারপতি

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পূর্ণ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার পর সেটার বিচ্যুতি ঘটেছিল।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর বিচার বিভাগ যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখেছিল, এগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলে দেশ এখন সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।

ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম, জেলা জজকোর্টের পিপি আজাদুর রহমান, অ্যাডভোকেট কিশোরী পদ দেব প্রমুখ।