দেড়শ পারিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করেছে স্বাগতিকরা।

স্কোর: বাংলাদেশ ১৮৭/৩ (৫৫ ওভারে)

ব্যাটিং: মুমিনুল ৭০*, লিটন ৪৭*।

মুমিনুলের ফিফটি: টেস্টে পঞ্চম দিনের উইকেট ব্যাটসম্যানদের জন্য খুব একটা সহায়ক নয়। ৭ উইকেটের পুঁজি নিয়ে শেষ দিনে চ্যালেঞ্জ উতরে যাওয়ার জন্য লড়ছে বাংলাদেশ। সেই লড়াইয়ে প্রথম ইনিংসের মতো নিজের চওড়া কাঁধে বাংলাদেশকে টানছেন মুমিনুল হক। টেস্টে আজ নিজের ১৩তম হাফ সেঞ্চুরি তুলে নিতে ৭৮ বল খেলেছেন তিনি।

শতরান ছাড়িয়ে বাংলাদেশ: পঞ্চম দিনের শুরুতে কেনো অঘটন ছাড়াই দলীয় শতরান ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। আগের দিন নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে ৮১ রান তুলতে ৩ উইকেট হারালেও আজ দিনের শুরুটা বেশ ধীরভাবেই শুরু করেছেন মুমিনুল ও লিটন দাস।

প্রতিরোধে চোখ স্বাগতিকদের: বাংলাদেশের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। বরাবর ২০০ রানের লিড হয় সফরকারীদের। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েসকে নিয়ে তামিম ইকবাল ৫০ রান তুললেও চতুর্থ দিনের শেষটা বাজেই হলো বাংলাদেশের। দলীয় ৮১ রানে টপঅর্ডারের ৩টি উইকেট হারিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১৮ রানে অপরাজিত থেকে গতকাল মাঠ ছাড়েন মুমিনুল হক। প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা টেস্ট স্পেশালিস্ট মুমিনুলের ব্যাটে আজ দিনের শুরুতে প্রতিরোধ গড়তে চাইবে বাংলাদেশ।