রাজবাড়ী প্রতিনিধি : তীব্র স্রোত ও সংযোগ রাস্তা মেরামতের জন্য দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুটি বন্ধ রয়েছে।
রোববার সকাল ৮টা থেকে ৪ নম্বর ঘাটটি বন্ধ ঘোষণা করা হয়। এর আগে শনিবার দুপুরে ২ নম্বর ঘাটটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন জানান, চারটি ঘাটের মধ্যে ২ ও ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ১ ও ৩ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।