আল-আমীন ॥ আদর্শ জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শরীফ উদ্দিন রিমন । দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের বিল গাতুয়া গ্রামে অবস্থতি হাজী পিয়ার মোহাম্মদ ইসলামিয়া কওমী মাদ্রাসা ও লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল পরিদর্শন কালে তিনি এই মত প্রকাশ করেন । এ্যাড. শরীফ উদ্দিন রিমন অঅরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা,তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে তিনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন । তার সফল দিক নির্দেশনায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে । জাতীয় বাজেটেও তিনি শিক্ষাখাতে সর্বোচ্ছ বাজেট বরাদ্ধ দিয়েছেন । তিনি হাজী পিয়ার মোহাম্মদ ইসলামিয়া কওমী মাদ্রাসা পরিদর্শন কালে মাদ্রাসায় অদ্যায়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের সমস্যা সুবিধা অসুবিধার কথা মনযোগ দিয়ে শুনেন । এসময় মাদ্রাসায় একটি সোলার প্যাণের স্থাপনের প্রয়োজনীতা জানানো হলে তিনি অতিদ্রুত সময়ে সেটি স্থাপনের আশ্বাস প্রদান করেন । মাদ্রাসা পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক পুলিশ সুপার আলহাজ্ব গোলাম মোস্তফা,সেক্রেটারী মো: আব্দুল হান্নান, মাদ্রাসার মোহতামিম হাফেজ মো: মাশরেকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এর পর তিনি লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল পরিদর্শন করেন । এসময় তিনি স্কুলটির নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি নিয়ে স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেন । স্কুলের রাস্তাটি বৃষ্টির সময় কর্দামক্ত হয় জানিয়ে শিক্ষকরা তার কাছে রাস্তাটি নির্মানের দাবি জানালে তিনি খুব দ্রুত সময়ে কাজ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা গোলাম জাকারিয়াসহ স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।