নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, চিফ টেকনিক্যাল অফিসার মাহফুজুর রহমান, কমার্শিয়াল কম্পট্রোলার জিয়াউর রহমান কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।
বাংলাদেশ টেলিকম লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের (পিবিটিএলইইউ) যোগাযোগ সম্পাদক মাহজাবিন মিতালী বলেন, ‘অনেকে বলছেন আমরা সিইওকে অবরুদ্ধ করে রেখেছি। আসলে সিইও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যালয়ে অবস্থান করছেন। আমরা তাদের অবরুদ্ধ বা কিছুই করিনি। তারা চাইলে চলেও যেতে পারেন বা থাকতে পারেন। আমাদের দাবি বকেয়া বেতন-ভাতা আদায়। আমরা সেটি আদায়ের লক্ষ্যে এখানে অবস্থান করছি। চেয়ারম্যান স্যার আসলে তার কাছে দাবি উপস্থাপন করব। তার বক্তব্যের ভিত্তিতে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’
দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বেলা আড়াইটা থেকে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয় প্যাসিফিক সেন্টারের ১২ তলায় সিইওর কক্ষের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।
সিটিসেলের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের ৫ মাসের বেতন এবং দুটি বোনাস বাকি রয়েছে। মঙ্গলবার পরিশোধ করার কথা থাকলেও সিইও এসে আবার সময় চাইছেন। পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব।’
গত ১৬ নভেম্বর প্রধান কার্যালয়ের পাশে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের হুমকি দিয়েছিলেন সিটিসেল কর্মীরা।