দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে স্বামী কুপিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে স্বামী মো. শাহীনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রী। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত আকলিমাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘প্রথম স্ত্রী আকলিমা বেগমই তার স্বামীকে খুন করেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের তিনটি দল কাজ করছে। শাহীন দ্বিতীয় বিয়ে করায় তিনি (আকলিমা) কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই ক্ষোভ থেকে শাহীনকে হত্যার পরিকল্পনা করেন আকলিমা। একই সঙ্গে শাহীনের দ্বিতীয় স্ত্রীকেও জখম করা হয়।’

সোমবার দুপুরে শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করেছে, রোববার দিবাগত রাত আ্ড়াইটার দিকে মিরপুরের বড়বাগের বাসায় ধারালো অস্ত্র দিয়ে শাহীনের মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, আকলিমা বরগুনায় থাকেন। এর আগে তিনি দুবাইতে ছিলেন। এ সুযোগে শাহীন আরেকটি বিয়ে করেন। তা আকলিমা জানতেন না। ঘটনার চার দিন আগে আকলিমা ঢাকায় আসেন এবং শাহীনকে হত্যা করে পালিয়ে যান।