দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ

ডেস্ক রিপোর্ট :শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই নেতা একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা বিষয়ে শিগগির সমাধান আসবে বলে আমি বিশ্বাস করি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তা।

সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘তিস্তা ইস্যু বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি বলেন, ‘কেবল শেখ হাসিনার সরকার ও আমার সরকারই পারে তিস্তা নদীর পানি বণ্টন ইস্যুর দ্রুত সমাধান করতে।’ নরেন্দ্র মোদি বাংলাদেশের মানুষকে বাংলায় নববর্ষের শুভেচ্ছাও জানান।

এরপর শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তিস্তা ইস্যুতে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি শিগগির এ বিষয়ে সমাধান পাবো আমরা।’ তিনি বলেন, ‘ভারতের ওপর আস্থা আছে বাংলাদেশের।’ একাত্তরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় জনগণকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।