ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এলেও আইনগতভাবেই এর সমাধানে হবেন শ্রমিক

নিজস্ব প্রতিবেদক : চালকের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এলেও আইনগতভাবেই এর সমাধানে উদ্যোগী হবেন শ্রমিক নেতারা।

বুধবার দুপুরে গাবতলী বাস টার্মিনালের সামনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন।

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিকদের আইনি সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহোর করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনকে আইনের মাধ্যমেই মোকাবেলা করব।

রাজধানীতে দুদিনব্যাপী চলা ধর্মঘটকে ধর্মঘট বলতে নারাজ আব্বাস উদ্দীন। তার মতে, এটি শ্রমিকদের কর্মবিরতি ছিল। তিনি বলেন, ‘এটা ধর্মঘট ছিল না, নিরপত্তার হুমকি মনে করে শ্রমিকরা কর্মবিরতিতে যায়।’

তিনি বলেন, আমরা যাত্রীদের সব নিরাপত্তা দিতে প্রস্তুত। মাঠে আছি, যেখানে প্রতিবন্ধকতা হবে সেখানে প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি।

এদিকে বিকেল পৌনে ৪টার দিকে গাবতলী বাস টার্মিনাল থেকে দু-একটি করে গাড়ি ছাড়া শুরু করে।

টার্মিনালের মাইকে শ্রমিক নেতাদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে মর্মে ঘোষণা দিয়ে সবাইকে গাড়ি বের করার আহ্বান জানানো হচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরো টার্মিনাল এলাকা টহল দিতে দেখা গেছে। সাঁজোয়া যানসহ (এপিসি) পুলিশ সদস্যরা পুরো এলাকায় টহল দিচ্ছেন।