ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক : ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যা করা দরকার সবই করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

চলন্ত বাসে আইনের শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে রুপা ধর্ষণ ও হত্যার মামলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী।

জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণ ও হত্যা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘ধর্ষকরা কত বেপরোয়া হলে, কত অমানুষ হলে ধর্ষণের পর তাকে আবার হত্যা করতে পারে। এ মামলার আসামিদের ধরা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কাজেই আমি এখন বলতে পারি যে, তাদের বিরুদ্ধের আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’

আনিসুল হক আরো বলেন, ‘সারা দেশে চলমান ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবে সরকার। এই মামলাগুলোকে চিহ্নিত করে চাঞ্চল্যকর মামলা হিসেবে গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রসিকিউশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আইনের ফাঁকফোকর গলিয়ে এবং রাষ্ট্রপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষকরা যেন কোনোভাবেই রেহাই না পায়, সে জন্য আমরা সচেষ্ট আছি।’

এসব মামলার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হবে, এ কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই মামলাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মামলা হিসেবে কার্যতালিকার প্রথমে থাকবে। এগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন আছে। যাতে এ ধরনের ঘটনা দেশে আর না ঘটে।’

রোহিঙ্গা ইস্যুতে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অত্যাচারের ঘটনা দুঃখজনক ও অমানবিক। বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর দেওয়া উচিত। এ ব্যাপারে জাতিসংঘের আরো জোরালো ভূমিকা থাকা দরকার। এর একটি সুরাহা প্রয়োজন।’

অতি দ্রুত সুরাহার জন্য জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল মন্তব্য করে আনিসুল হক বলেন, ‘এবার যাতায়াতেও তেমন কোনো সমস্যা হয়নি। মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। তেমন কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।’