
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে আড়াই বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির ফাঁসির রায় হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হেলাল উদ্দিন এ মৃত্যুদ-াদেশ দেন। বিচারক একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ধার্য করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া ঘটনার জানান, জেলার ফুলপুরের সলঙ্গা গ্রামের এমদাদুল হকের আড়াই বছরের কন্যাশিশুকে একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০) ২০১৩ সালের ২৬ জুলাই অপহরণ করে। পরে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
জসিম উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির বাবা এমদাদুল হক ২৭ জুলাই ফুলপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত জসিম উদ্দিন আদালতে শিশুটিকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে।
মামলা তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হেলাল উদ্দিন অভিযুক্ত জসিম উদ্দিনকে ফাঁসির দ-াদেশ দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবুল মুনসুর ভূইয়া।