ধান কাটায় কৃষকদের সহায়তা করতে জাপা চেয়ারম্যানের নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ বোরো ধান ঘরে তুলতে কৃষককে সহায়তা করতে জাতীয় কৃষক পার্টিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি দেওয়ার যথেষ্ট সামর্থ্য নেই প্রান্তিক কৃষকদের। তাই কৃষকদের এমন দুঃসময়ে জাতীয় কৃষক পার্টির নেতাকর্মীরা অবশ্যই কৃষকের সহায়তায় এগিয়ে যাবে।

চলমান মৌসুমে বোরা ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় কৃষক পার্টির পাশাপাশি জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজ, শ্রমিক পার্টি, সাংস্কৃতিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি, ওলামা পার্টি, মৎসজীবী পার্টি ও জাতীয় তাঁতি পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে নির্দেশ দেন জিএম কাদের।