ধামরাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার এক আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : ধামরাইয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ (৪০) নামে ছিনতাই মামলার এক আসামি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে ধামরাইয়ে কাউয়ালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ আশুলিয়ায় গুলি করে ৮৫ লাখ টাকা ছিনতাই এবং ধামরাইয়ে একইভাবে ৬৫ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি ছিলেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল হক বলেন, হানিফকে রোববার দুপুরে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। রাতে আশুলিয়া ও ধামরাই থানার পুলিশ হানিফকে নিয়ে ধামরাইয়ের কাউয়ালিপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে হানিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে হানিফ গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।