ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে ৩০০ তম ওয়ানডে ক্লাবে পা রাখতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ চতুর্থ ওয়ানডেতে মাঠে নামলেই ৩০০তম ওয়ানডের ক্লাবে নাম লেখাবেন ভারতীয় প্রাক্তন এ অধিনায়ক।
আজ বিকেলে মাঠে নামলেই ভারতের হয়ে ধোনির ওয়ানডে ম্যাচের সংখ্যা হবে ২৯৭টি। বাকি তিনটি ওয়ানডে ম্যাচ এশিয়া একাদেশের হয়ে খেলেছেন তিনি। ৩০০তম ওয়ানডে খেলতে যাওয়া ধোনি এই ক্লাবের ২০তম ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৬ জন।
ধোনির আগে ভারতের শচীন টেন্ডুলকার (৪৬৩), রাহুল দ্রাবিঢ় (৩৪০), আজহারউদ্দিন (৩৩৪), সৌরভ গাঙ্গুলি (৩০৮) এবং যুবরাজ সিং (৩০১) এই মাইলফলক ছাড়িয়ে গেছেন।এবার তাদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন ধোনি। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলকে নাম লেখাতে যাওয়া ধোনি দ্বিতীয় ক্রিকেটার। তার আগে কেবল কুমার সাঙ্গাকারাই (৩৬০) এ মাইলফলক ছাড়িয়ে গেছেন। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৩৭৭টি ডিসমিসাল রয়েছে তার। ৩০০ ওয়ানডের ক্লাবে নাম লেখাতে যাওয়া ধোনির ব্যাটিং গড় সবচেয়ে বেশি ৫১.৯৩।