নওগাঁ : নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুই ডাকাত নিহত এবং দুইজন আহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চৌবারিয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন নাটোরের মোজাম্মেল হক ও রাজশাহীর সুজন মিয়া। আহতরা হলেন নাটোরের ইমরান হোসেন ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সোহেল রানা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, চৌবারিয়া বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হারুন নামে এক পুলিশ সদস্য আহত হন। তখন পুলিশ গুলি চালালে দুই ডাকাত নিহত এবং দুই ডাকাত হন।