নওয়াজের জায়গায় শাহবাজ হবেন?

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রিত্ব হারানোর পর গত সপ্তাহে দলীয় প্রধানের পদেও অযোগ্য ঘোষিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধান নওয়াজ শরিফ। এখন কে ধরবেন দলের হাল? শোনা যাচ্ছে, তার ছোট ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহাবাজ শরিফই হচ্ছেন তার উত্তরসূরি। এ বিষয়ে আজ বৈঠকে বসতে যাচ্ছে দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)।

গত সপ্তাহে পাকিস্তান সুপ্রিম কোর্ট ২০১৭ সালের সংশোধিত বিতর্কিত নির্বাচন আইন স্থগিত করায় পানামা পেপার্স দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত নওয়াজ শরিফ দলীয় প্রধানের পদে অযোগ্য হন। ফলে দলীয় নেতৃত্ব থেকেও ছিটকে গেছেন তিনি। আজ মঙ্গলবার লাহোরে শরিফ পরিবারের মডেল টাউনের বাড়িতে পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন)-এর সিডব্লিউসির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান রাজা জাফরুল হক। আজকের বৈঠকে দলের ‘অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট’ বেছে নেওয়া হবে।

নওয়াজের উত্তরসূরি হিসেবে অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের পদে এখন পর্যন্ত একজনেরই নাম শোনা গেছে- শাহবাজ শরিফ। সরকারের জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও পিএমএল-এনের তথ্য সম্পাদক মুশাহিদুল্লাহ খান জানিয়েছেন, এ পদে শাহবাজই সবার পছন্দে এগিয়ে রয়েছেন। তিনি দলীয় প্রধান হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে এদিন নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।

তথ্যসূত্র : ডন অনলাইন