
আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা। হয়। এ রায়ের পর নওয়াজ শরিফকে এখন ক্ষমতা থেকে সরে যেতে হবে।
গত বছর পানামা পেপার্সে প্রকাশিত লাখ লাখ গোপন নথিতে বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের গোপন সম্পদের তথ্য ফাঁস হয়। ওই সব নথিতে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম এবং ছেলে হাসান ও হুসেইন নওয়াজের নামে অন্তত আটটি অফশোর কোম্পানি থাকার তথ্য চলে আসে। অভিযোগ ওঠে নওয়াজের পরিবার দেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে সম্পদ গড়েছে । বিরোধী দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের শেষ দিকে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। যৌথ তদন্ত দলের (জেআইটি) ওই প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তার পরিবারের সদস্যরা তাদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা শুরু করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।