নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নগরজুড়ে এক শ্রেণির মানুষ যখন-তখন যত্রতত্র পোস্টার লাগায়। এসব পোস্টার নগরীর সৌন্দর্য্যহানি ঘটায়। নগরীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র সাঈদ খোকন বলেন, পোস্টার লাগানো এক ধরনের মানসিক বৈকল্য। অনেকে ছেলের জন্মদিনেও পোস্টার লাগায়। আমরা এ মাসেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। এজন্য একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা অনুমতি ছাড়া পোস্টার-ব্যানার-ফেস্টুন লাগাতে দেই না। এরইমধ্যে অনেকের জরিমানাও করা হয়েছে।

৭ মার্চের আয়োজন সম্পর্কে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ওই জনসভায় সর্বস্তরের জনগণ আসবেন। ধুলো-বালি যেন না ওড়ে সেজন্য আমরা রোলার দিয়ে মাঠ সমান করব। টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা থাকবে। জনগণ যেন নির্বিঘ্নে আসতে পারেন সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। মাঠ পরিষ্কারের জন্য প্রায় আড়াই হাজার কর্মী কাজ করবেন। এছাড়া তিনটি স্কিড লোডার, ১২টি ডাম্পার ট্রাক ও ৫টি পানির গাড়ি থাকবে।

রাজধানীর দুই সিটি করপোরেশনের মধ্যে দক্ষিণ সিটিতে মশার উপদ্রব কম-বেশি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।