
নিজস্ব প্রতিবেদক : বিদেশে ১৭টি বাংলাদেশি মিশন স্থাপনের বিষয়ে ভূতাপেক্ষ এবং নতুনভাবে আরো সাতটি বাংলাদেশি মিশন স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১৭টি মিশনের মধ্যে কয়েকটি হলো- এথেন্স, মিলান, মুম্বাই, বৈরুত, ইস্তাম্বুল, কোপেনহেগেন, ভিয়েনা ও গোহাটি মিশন। আর নতুন সাত মিশন হবে আফগানিস্তানের কাবুল, সুদানের খার্তুম, সিয়েরা লিওনের ফ্রি টাউন, রোমানিয়ার বুখারেস্ট, ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার সিডনি ও কানাডার টরেন্টোতে।’