নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মাহফুজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব নেন বলে জানিয়েছেন বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা)।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) বলেন, টেলিকম সেক্টরে ৩৬ বছরের অভিজ্ঞতা বিবেচনা করে গত ১৫ নভেম্বর দুই বছর মেয়াদের জন্য মাহফুজ উদ্দিন আহমদকে বিটিসিএলের এমডি হিসেবে নিয়োগ দেয় সরকার।
মাহফুজ উদ্দিন আহমদ ১৯৫৬ সালে ১৩ জুলাই যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৯ সালে বিসিএস (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন। মাহফুজ উদ্দিন আহমদ ১৯৮৭ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০০ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ, ২০১৪ সালে বিটিসিএলের সদস্য পদে কর্মরত ছিলেন। ২০১৪-২০১৫ সালে বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।