ফেনীর সোনাগাজীর উপকুলিয় অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বন্য প্রতিরক্ষা বাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। শীঘ্রই বেড়িবাঁধ নির্মান হবে। উপকুলিয় এলাকায় ঘুর্নিঝড় মোকাবেলা করতে আরো কয়েকটি সাইক্লোন সেল্টার নির্মান করা হবে। বর্তমানে তিনটি সেল্টার নির্মানের কাজ প্রায় শেষ হয়েছে। শনিবার বিকালে দঃ পুর্ব চর ছান্দিয়া আয়োজিত জনসভায় এসব কথা বলেন ফেনী -৩ আসনের (সোনাগাজী -দাগনভুঞা) সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। তিনি অারো বলেন সোনাগাজীতে দেশের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল ও ২শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হবে। মুহুরী প্রজেক্টে জাতীয় মানের বিনোদন পার্ক নির্মান হবে।
খতিব হাফেজ মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবক আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি হাজী খোকন ও মুক্তিযোদ্ধা এনামুল হক মিন্টু। এসময় বক্তারা, শত ভাগ বিদ্যুতায়ন, সড়ক মেরামত, কাঁচা রাস্তা পাকা করন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের দাবী জানান।