
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগের প্রক্রিয়া চলছে। বলা যায়, পুরো দেশ এখন নতুন নির্বাচন কমিশনারদের অপেক্ষায়। বর্তমানে সিইসি ও ইসি শূন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনটি। নতুন করে রঙ করা ছাড়াও আসবাবপত্র ঘষামাজার কাজ চলছে ভবনটিতে।
ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেছেন, নতুন কমিশন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ইসি সচিবালয়ের কাজ হবে রুটিন মাফিক। স্থগিত থাকা সব নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দেবে নতুন কমিশন।
একদিন আগেও এখান থেকে নেওয়া হতো যাবতীয় সিদ্ধান্ত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে থাকতো নানা আলোচনা-সমালোচনা। কিন্তু একদিনের ব্যবধানে এখন সেখানে নেই ব্যস্ততা। রুম প্রস্তুত করা হচ্ছে নতুন সিইসির জন্য। একই চিত্র কমিশনারদের রুমেরও।
আইন অনুযায়ী সচিব হুমায়ূন কবীর খোন্দকার এখন নির্বাচন কমিশনের সর্বোচ্চ ব্যক্তি। তবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, নতুন কমিশন এসে শুরুতে মেয়াদোত্তীর্ণ বা স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তফসিল ঘোষণা করবে।
আগের নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ১৫ কর্মদিবসের মধ্যে নতুন কমিশনের নাম ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে সার্চ কমিটির।