নতুন নিষেধাজ্ঞার জবাবে ইরান; পুরোদমে চলবে তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অনুমোদিত নতুন নিষেধাজ্ঞার জবাবে ইরান জানিয়ে দিল, পুরোদমে চলবে তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম।

ইরানের দাবি, পরমাণু চুক্তি দুর্বল করতেই নতুন নিষেধাজ্ঞা চাপাতে চলেছে মার্কিন প্রশাসন।

আলজাজিরা অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বহরাম গাসেমি শনিবার বলেছেন, ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘শত্রুতামূলক, নিন্দনীয় ও অগ্রহণযোগ্য’ মনে করছে তেহরান। তিনি বলেন, ‘ পরমাণু চুক্তি দুর্বল করার চেষ্টা থেকেই এটি করা হয়েছে।’

২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পরমাণু চুক্তি হয়। ইরানের সঙ্গে চুক্তিকারী দেশগুলো হলো : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। চুক্তির শর্তানুযায়ী, ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করবে। এর বদৌলতে এই ছয় দেশ ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ চুক্তি হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে থাকেন তিনি। ইসরায়েল ও সৌদি আরবও একইভাবে ইরানকে হুমকি মনে করে থাকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বহরাম গাসেম জোর দিয়ে বলেছেন, ‘আমরা পূর্ণ শক্তিতে আমাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম অব্যাহত রাখব। সামরিক ও ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রগুলো… আমাদের অভ্যন্তরীণ নীতির ওপর প্রতিষ্ঠিত, এসবে হস্তক্ষেপ বা মন্তব্য করার অধিকার অন্য কারো নেই।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় করণীয় ঠিক করতে শনিবার দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির জরুরি বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কাজের সঙ্গে যারা জড়িত এবং যারা তাদের সঙ্গে ব্যবসা করছে, তাদের সবার বিরুদ্ধে বাধ্যতামূলক শাস্তি আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী তকমা লাগিয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার বিলটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সিনেটের অনুমোদন পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলে তা কার্যকর হবে। হোয়াইট হাউস জানিয়েছে, বিলে স্বাক্ষর করবেন ট্রাম্প।

উল্লেখ্য, রাশিয়া ও উত্তর কোরিয়া নতুন এই নিষেধাজ্ঞা বিলে অন্তর্ভুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা আলাদা শর্তে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।