নতুন পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কেউ রেহাই পাবে না

সংসদ প্রতিবেদক : নতুন পাঠ্যবইয়ে ভুলের জন্য দায়ীদের কেউ রেহাই পাবে না বলে সংসদে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নোত্তরে তিনি একথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, এ বিষয়টি দুই মন্ত্রণালয়ের জন্যই গুরুপ্তপূর্ণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)নামে একটি প্রতিষ্ঠান আছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। আমাদের কোনো বই দরকার হলে তারা ছাপিয়ে দেয়।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে।

ভুল-ভ্রান্তি এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত ত্রুটিগুলোর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং ইতোমধ্যেই কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। বাকি তদন্ত সম্পন্ন হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ভুলের পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দায়ীরা কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন মন্ত্রী।