
নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে নতুন ভোটারদের হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার থেকে তিন সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের উপ-সচিব ফরাদ হোসেন জানান, যাদের জন্ম ১৯৯৯ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদেরকে ভোটার তালিকাভুক্ত করা হবে। তবে এই হালনাগাদের কাজ বাড়ি বাড়ি গিয়ে করা হবে না। যারা নতুন ভোটার তাদের স্থানীয় নির্বাচন অফিসে এসে ভোটার হতে হবে।
ফরাদ হোসেন বলেন, ‘এই হালনাগাদের কার্যক্রম শেষ করে আগামী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হবে।
নতুন ভোটার হতে জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমান পরীক্ষার সনদ ও অন্যান্য কাগজপত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়ে ভোটার নিবন্ধন করতে হবে।