‘নতুন মাস্টারপ্ল্যান’বলে অভিহিত করেছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল প্রচারণায় লাগাম টানতে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট বিধিমালায় যে পরিবর্তন আনার কথা ভাবছে, সেটিকে ‘নতুন মাস্টারপ্ল্যান’বলে অভিহিত করেছে বিএনপি।

বিএনপির দাবি, সরকারপ্রধানের পরামর্শ অনুযায়ী এই আইন তৈরির কাজ করছে ইসি। এর উদ্দেশ্য- নির্বাচনে সরকারি কারসাজি আড়াল করা। এটিকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা মনে করছে দলটি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় সংসদ নির্বাচনে (নিবাচনপূর্ব সময়) ডিজিটাল প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

এই আইনে থাকবে- তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ পর্যন্ত প্রচারণায় ইলেকট্রনিক মাধ্যম, ডিজিটাল ডিসপ্লে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ভাইবারসহ অন্যান্য মাধ্যমে প্রচারণা চালানো যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী প্রচারণা চালালে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এই আইন হলে সেটি ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চরম পরিপন্থী’হবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনে শুরু থেকে গেজেট প্রকাশ পর্যন্ত বিভিন্ন অনিয়ম, প্রার্থী ও সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা, নমিনেশন পেপার জমাদানে বাধা, ছিনতাই, প্রচারণায় বাধা, ভাঙচুর, জোর জবরদস্তি, ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি, ব্যালট পেপার ছিনতাই করে ব্যালট বাক্স ভর্তি করা এবং আওয়ামী লীগের ভোট সন্ত্রাস যাতে প্রচার না হয় এজন্যই এ নতুন আইন করতে উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন।’

‘বিধিমালা সংশোধনের নামে একটা নতুন মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে কালো আইন তৈরির উদ্যোগের লক্ষ্য হচ্ছে সরকারি কারসাজি আড়াল করা। এটি হবে অবাধ তথ্যপ্রবাহের হাত-পা কেটে ফেলা,’ বলেন রুহুল কবির রিজভী।

এই আইনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে’নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এর আগে কীভাবে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ভোট সন্ত্রাস হয়েছে, এটা সকলেই অবগত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে মানুষের নিকট প্রকাশ না পায়, ভোট কেন্দ্রে ভোটারশূন্য অবলা প্রাণী মার্কা ইলেকশন যাতে দেশ বিদেশের মানুষ জানতে না পারে সেজন্যই আওয়ামী লীগ প্রধানের নির্দেশে এ নতুন আইন করা হচ্ছে।’

নির্বাচন কমিশনকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার পর থেকে বলে আসছি, তিনি সরকারের সবুজ সংকেত ছাড়া কোনো কাজ করবেন না। প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নই তার প্রধান কাজ।’

‘সার্বিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- আবারও একটি ভোটারবিহীন একতরফা নির্বাচন করতে সরকারি প্রেসক্রিপশনে এগুচ্ছে ইসি। সিইসির নেতৃত্বে আবারও একটি নীলনকশা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের মহাপরিকল্পনা হচ্ছে। যে নির্বাচন হবে একচেটিয়া ও একতরফা এবং তা হবে প্রধানমন্ত্রী ও তার দলকে বিনা ভোটে জেতানোর নির্বাচন’, বলেন রুহুল কবির রিজভী।

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কারাগারে পাঠানো হয়েছে, অভিযোগ করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন কীভাবে বাধাগ্রস্ত করা যায় তা নিয়েও সরকার ষড়যন্ত্র করছে। বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে। নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির দেশব্যাপী লিফলেট বিতরণের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের গ্রেপ্তার করা হয়েছে।