নিজস্ব প্রতিবেদক, সাভার : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, আমরা অন্তর থেকে দায়িত্ব পালন করেছি। নতুন যারা আসছেন তাদের প্রতিও আমাদের আশা এবং আস্থা রয়েছে। তারাও গুরুত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার বেলা ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।
মেয়াদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিদায়ী অন্যান্য কমিশনারদের নিয়ে আজ শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান কাজী রকিব উদ্দিন আহমদ।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি বলেন, নতুন কমিশনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসছেন। এটি একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের জন্য শুভেচ্ছা রইল।
শ্রদ্ধা জানানো শেষে কাজী রকিব উদ্দিন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে অনুভূতি লিপিবদ্ধ করেন। পরে তিনি স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।