নদীর পাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বুড়িগঙ্গা নদী তার আদিরূপে ফিরে যাবে। এ জন্য নদীর পাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তা গুঁড়িয়ে ফেলা হবে।

বৃহস্পতিবার বুড়িগঙ্গা চ্যানেলে অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এই বুড়িগঙ্গা এক সময় ছিল ঢাকার সৌন্দর্য। কিন্তু বিভিন্ন সময় নদী ভরাট করে এক শ্রেণির অসাধু লোক স্থপনা গড়ে তোলে। এ কারণে নদীর আদি চ্যানেল হারিয়ে গেছে। নদীকে চেনা যায় না। তবে এ চ্যানেল উদ্ধারে সরকার বদ্ধপরিকর। স্থপনা গুঁড়িয়ে পরিকল্পিত উপায়ে নদীর নানা সংস্কার কাজও চলছে।’

দখলারদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ‘নদীর ঘাট সংলগ্ন কোন ধরনের অবৈধ স্থাপনা থাকবে না। এরপরও কেউ যদি এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে আইনে সোপর্দ করা হবে।’

অনুষ্ঠানে ঢাকার মেয়র (দক্ষিণ) সাঈদ খোকন বলেন, ‘এক শ্রেণির প্রভাশালী এ নদীকে গিলে খাচ্ছে। তারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। তবে তারা যত বড় প্রভাবশালীই হোক না কেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যতদিন লাগবে সিটি করপোরেশন সবধরনের উদ্যোগ নেবে অবৈধ স্থাপনা উচ্ছেদে।’

এর আগে ট্যাংকি ঘাট এলাকার বেশ কিছু রিকশা-ভ্যান এবং লরি গ্যারেজের নামে দখল করা জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে। নদী কমিশন, বিআইডব্লিউটিএ ও সিটি করপোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।