নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেঃ প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক : নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং ১৯৯ অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে উল্লেখ রয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার।’

সম্প্রতি রাষ্ট্রপতির উদ্যোগে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘নবগঠিত নির্বাচন কমিশন ভবিষ্যতে তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব কার্যক্রম গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।’

কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে (জানুয়ারি ২০০৯ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত) বিলুপ্ত বিনিয়োগ বোর্ড ও নবগঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে শতভাগ বিদেশি ও যৌথ বিনিয়োগে ১ হাজার ৩৭৬টি শিল্প প্রকল্পের অনুকূলে নিবন্ধন দেওয়া হয়েছে। উক্ত শিল্প প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৭ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের ইজি অব ডুয়িং বিজনেস রিপোর্টে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬। আগামী পাঁচ বছরে তা দুই অঙ্কে তথা ৯৯ বা তার চেয়ে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিআইডিএ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। বিআইডিএ বাংলাদেশকে বিশ্বের অন্যতম বিনিয়োগ ও ব্যবসাবান্ধব দেশে পরিণত করার যে উদ্যোগ নিয়েছে তা এ দেশের শিল্পায়ন ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’