নবীনগরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে মোখলেছ মিয়া (৫৫) নামে একজন চাল ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে কামাল মিয়া (৩৫) নামে এক যুবক।

বুধবার (১৭ মার্চ) বিকেলে নবীনগর থানার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর বাজারের চাল ব্যবসায়ী পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মোখলেস মিয়া বিকেল আনুমানিক পাঁচটার দিকে থানা গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় তার বাড়ির প্রতিবেশী কামাল মিয়া তার ওপর আচমকা হামলা চালায়। থানা গেটের সামনে অসংখ্য মানুষের সামনেই ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় চাল ব্যবসায়ী মোখলেছকে। এসময় গুরুতর আহত রক্তাক্ত মোখলেছ মিয়াকে কুমিল্লায় পাঠানো হয়। পরে পুলিশ হামলাকারী কামালকে আটক করে।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হামলাকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।