নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা ও জেএমবির একাংশের আমির মাওলানা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নতুন ধারার জেএমবির ‘থিংক ট্যাংক’ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন আবুল কাশেম। জেএমবির মধ্য ও শীর্ষ স্থানীয় নেতারা তাকে ‘বড় হুজুর’ বলেও সম্বোধন করেন। তাকে এফবিআইও খুঁজছিল। নব্য জেএমবি গঠনের পূর্বে নিহত শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরী তার কাছ থেকে পরামর্শ নিয়েছিল।

জানা গেছে, সংগঠনের নেতাদের উদ্দেশে বয়ান দিতেন আবুল কাশেম। এটাই তার কাজ ছিল। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার সময় জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ওই সময় তার নাম আলোচনায় আসেনি।