নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির ‘আধ্যাত্মিক নেতা’ মাওলানা মো. আবুল কাশেমের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় মিরপুরের সেনপাড়া পর্বত এলকা থেকে নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করে করে পুলিশ। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি দিনাজপুরের রানীর বন্দর এলাকার একটি মাদ্রসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিলেন।
মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির এ শীর্ষ নেতার কাছ থেকে আমাদের আরো অনেক তথ্য জানার আছে, বিশেষ করে হলি আর্টিজান হামলায় তার সংশ্লিষ্টতার ব্যপারে আমরা এখনও অস্পষ্ট। এ জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।