
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার নরসিংদী-রায়পুরা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী-রায়পুরা সড়ক ও ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এক যুবকের লাশ দেখতে পায়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরনে লুঙ্গি ও লাল রঙের গেঞ্জি রয়েছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিকল্পিতভাবে অন্য কোনো স্থানে তাকে হত্যা করে বস্তায় ভরে লাশটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া গেলে তদন্তের মাধ্যমে হত্যার কারণ জানা যাবে।