
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আল-আমিন (৩০) নামে এক প্রকৌশলীকে খুন করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে বেলাব উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিন মোহনের ছেলে।
আল-আমিনের বাবা মোহন জানান, বুধবার রাত ১০টার দিকে তার ছেলে নরসিংদী শহরের কর্মস্থল প্ল্যানভিউ কনসালটেন্ট থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দড়িকান্দি গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ পানিতে ফেলে দিয়ে মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে স্ত্রীর সামনে সুজন সাহা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরতলীর চিনিশপুর গ্রামের কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সুজন ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার বিমল সাহার ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আলম জানান, সুজন তার স্ত্রী অদ্বিতী সাহাকে নিয়ে ঢাকা থেকে নরসিংদী শহরতলীর রাজাদি গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাতে চিনিশপুর কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা স্ত্রীর সামনেই সুজন সাহাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন সুজন সাহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।