নরসিংদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে পায়ুপথে নির্যাতন, বখাটে আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পায়ুপথ দিয়ে যৌন নির্যাতন করার অভিযোগে রাকিব মিয়া নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাকিব মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, সম্প্রতি পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের বখাটে ছেলে রাকিব মিয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পায়ুপথে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে শিশুটির পায়ুপথ দিয়ে অতিমাত্রায় রক্তক্ষরণ হলে শিশুটির পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফোন দিয়ে পায়ুপথে ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি অবগত করলে দ্রুত পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বখাটে রাকিব মিয়াকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।