নরসিংদীতে ধাক্কায় বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১০ জন আহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে নরসিংদীর কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের হাটখোলা গ্রামের আলী আকবরের স্ত্রী হেনা আক্তার (৩০), কান্দাপাড়া গ্রামের আব্দুল মিয়া (৮০), তার ছেলে রবিউল (৩০) এবং কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইলিয়াস হোসেন জানান, মনোহরদী থেকে ঢাকাগামী একটি বাস কান্দাইল এলাকায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় নরসিংদী থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।