নরসিংদীর জেলা পরিষদ নির্বাচনে আসাদোজ্জামান জয়ী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসাদোজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৮০ ভোট পেয়ে তিনি জয় লাভ করেন। তার ‍নির্বাচনী প্রতীক ছিল আনারস।

আসাদোজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া পেয়েছেন ৪৩০ ভোট।