নরসিংদী উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন মতিন ভূইয়া

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া।

রোববার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড থেকে এই সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদোজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের রাঙ্গামাটিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এ পরিপ্রেক্ষিতে উক্ত চেয়ারম্যান পদটি শূন্য ঘোষিত হয়। নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে আগামী ১৬ মার্চ জেলা পরিষদের উপনির্বাচন হবে।

উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন অ্যাডভোকেট আসাদোজ্জামানের মেয়ে ডা. সায়মা আফরোজ ইভা।