নরিসংদীতে পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরিসংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গাংকুলপাড়া সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলমগীর (২২) ও নাহিদ (২১)। আলমগীর উপজেলার আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের আবু তালেব মিয়ার ছেলে ও বেলাব হোসেন আলী কলেজের ডিগ্রির ছাত্র। আর নাহিদ বেলাব ইন্দার পাঁড়া গ্রামের রমিজ মিয়ার ছেলে ও শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের ডিগ্রি শেষে বর্ষের ছাত্র।

নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাব উপজেলার বিভিন্ন কলেজে অধ্যায়নরত পাঁচ বন্ধু মিলে দুপুরে সাঁতার শিখতে আড়িয়াল খাঁ নদে যায়। সাঁতার কাটতে গিয়ে তারা এক সময় গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের অন্য তিন বন্ধু কোনোরকমে নদের তীরে উঠতে সক্ষম হলেও আলমগীর ও নাহিদ পানিতে ডুবে যায়। পরে আলমগীরের লাশ স্থানীয়রা উদ্ধার করলেও নাহিদকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ এলাকাবাসী নদে নিখোঁজ নাহিদের সন্ধান চালায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নাহিদের লাশ পাওয়া যায়।

ঘটনার পর পরই বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা দুই কলেজ ছাত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।