নিজস্ব প্রতিবেদক : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।
সোমবার এ মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া এর আগে মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন নির্ধারণ করেন।
তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।