নাক ডাকা হতে পারে ভয়ঙ্কর রোগের লক্ষণ

হঠাৎ করে ঘুমনোর সময় নাক ডাকতে শুরু করেছেন? যদি ভাবেন যে নাক ডাকা তো একটা সাধারণ ব্যাপার, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। নাক ডাকা কিন্তু অনেক ক্ষেত্রে জটিল রোগের ইঙ্গিতও হতে পরে। বা যদি আপনি আগে থেকেই কোনও রোগের শিকার হন, তা আরও জটিল হয়ে উঠতে পারে। কয়েকটি শারীরিক সমস্যার কথা জানুন যা থাকলে আপনার নাক ডাকতে পারে। বা নাক ডাকার জন্য এগুলো হতে পারে।