না’গঞ্জের উপজেলাগুলোতে সচেতনতায় সেনাবাহিনী

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের ঝুঁকি রোধে সামাজিক দূরত্ব ও কোয়ারিন্টিন নিশ্চিত করতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় জনগনকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সতর্ক থাকার জন্য মাইকিংয়ের মাধ্যমে আহ্বান জানায়।

এছাড়া মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে আহ্বান জানানো হয় এবং কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করেন। এসময় বিভিন্ন পাড়া মহল্লায় প্রবেশ করে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়ে থাকলে তাদেরকে বুঝিয়ে বাড়ি ফেরান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন জানান, সেনাবাহিনী মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন। এছাড়া সবাইকে নিজেদের জীবন, পরিবারের ও আশেপাশের মানুষের জীবন রক্ষায় নিজেদের ভালোর জন্যই প্রয়োজন ছাড়া ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে।